Logo
Logo
×

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ: তৃতীয় ধাপের আবেদন শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১১:০০ এএম

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ: তৃতীয় ধাপের আবেদন শুরু

ফাইল ছবি

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। এ ধাপের আবেদন নেওয়া হবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আর আবেদন করার সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এ ধাপেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

রবিবার একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী তৃতীয় ধাপের আবেদন ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ওয়েবসাইটে পাওয়া যাবে।

গত ২৮ আগস্ট দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, আবেদন করেও ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন ১ হাজার ৪১৮ জন। এর আগে ২০ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলাফলে ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কলেজ পাননি। তাদের মধ্যে ৫ হাজার ৭৬৫ জন ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত।

ভর্তি কমিটির তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯৯ শতাংশ ইতোমধ্যে কলেজ পেয়েছেন। বাকি ১ শতাংশ শিক্ষার্থী এখনো কলেজ পাননি। দেশের ৯৫ শতাংশ বৈধ কলেজ শিক্ষার্থী পেয়েছে, আর ৫ শতাংশ কলেজ এখনো শূন্য। প্রথম ধাপ শেষে মাইগ্রেশনে ৪৪ শতাংশ শিক্ষার্থী নতুন কলেজে স্থান পেয়েছেন, তবে ৫৬ শতাংশ সফল হননি।

ভর্তি নীতিমালা অনুযায়ী, এবারের ভর্তিতে তিন ধাপের আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন