Logo
Logo
×

শিক্ষা

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন

প্রকৌশল বিশ্ববিদ্যালয়

তিন দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এ কর্মসূচি ঘোষণা করে। ঘোষণায় জানানো হয়, বৃহস্পতিবার থেকে বুয়েটসহ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শুরু হওয়ার কথা। তবে সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবার বুয়েটে কার্যত কর্মসূচি পালিত হয়নি।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, দুপুরে সার্বিক বিষয় নিয়ে বৈঠক হবে এবং সেখানেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ কিংবা ক্যাম্পাসে সমবেত হননি।

শিক্ষার্থীদের মূল তিন দফা দাবি হলো—

১) ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দটি ব্যবহার না করা,

২) ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,

৩) দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।

এর পাশাপাশি বুধবার বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও পাঁচ দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো—

১) শিক্ষার্থীদের ওপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও জবাবদিহি,

২) পূর্বের কমিটি বাতিল করে নতুন করে শিক্ষক প্রতিনিধি ও স্টেকহোল্ডারদের নিয়ে সংস্কার কমিটি গঠন এবং দ্রুত নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি,

৩) হামলার ঘটনায় ডিসি মাসুদকে বহিষ্কার,

৪) আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারের বহন এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা,

৫) হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবিগুলো দ্রুত না মানা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন