বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে রাবিপ্রবির চুক্তি স্বাক্ষর
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
ছবি-সংগৃহীত
রাবিপ্রবি’র সঙ্গে ইউজিসি’র হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাংলাশে বিশ্বব্যিালয় মঞ্জুরী কমিশনের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) শীর্ষক প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী বাংলাদেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্বব্যিালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প প্রতিযোগিতার মধ্যে দিয়ে এটি পেয়েছে।
বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় গবেষণা ফান্ডিং এর জন্য প্রতিযোগিতা করে রাবিপ্রবি একটি গবেষণা প্রকল্প জমা দিয়ে একটিই অ্যাওয়ার্ডেড হয়েছে ।
বুধবার বাংলাদেশ বিশ্বব্যিালয় মঞ্জুরী কমিশন, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট গবেষকগণের উপস্থিতিতে চুক্তি হয়েছে। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।



