তিন দফা দাবিতে কর্মসূচিতে প্রকৌশল শিক্ষার্থীদের আবারও শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:০৫ পিএম
বেলা ১১টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন কয়েকশ শিক্ষার্থী।
রাজধানীর শাহবাগ মোড় আবারও অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার পর মিছিল নিয়ে এসে তারা শাহবাগে অবস্থান নেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল তিন দফা দাবি আদায়ে শাহবাগ অবরোধ করা হলেও দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করা হয়েছে। সকালে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনার এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে আসেন এবং মোড় অবরোধ করেন।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ,
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা,
৩. দশম গ্রেডের চাকরিতে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
এছাড়া রংপুরে এক স্নাতক প্রকৌশলীকে আটকে হুমকি দেওয়ার ঘটনায় দায়ীদের গ্রেপ্তারেরও দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, সরকার দীর্ঘদিন তাদের দাবিকে আমলে নেয়নি, তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অবরোধের কারণে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।



