Logo
Logo
×

শিক্ষা

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থীর'পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থীর'পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশিত হয়েছে যেখানে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত প্রার্থী হলেন উমামা ফাতেমা এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত প্রার্থী আল সাদী ভুঁইয়া।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এই প্যানেল ঘোষণা করেন উমামা ফাতেমা।

প্যানেলের অন্যান্য পদে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাহেদ আহমদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মমিনুল ইসলাম (বিধান),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নাফিজ বাশার আলিফ,কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: সুমী চাকমা, সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক: মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক: মো: রাফিজ খান, সমাজসেবা সম্পাদক: তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: নুসরাত জাহান নিসু।

এছাড়া সদস্য পদে আছেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন, সাদেকুর রহমান সানি।

উমামা ফাতেমা বলেন, নানান পথ পেরিয়ে আজকে একটি প্যানেলর ভিপি হিসেবে আত্মপ্রকাশ করলাম। ৭-৮ বছর ক্যাম্পাস অতিবাহিত করেছি। যখন প্রথম ক্যাম্পাসে পা রাখি তখন প্রথম বর্ষেই একটি ডাকসু পাই। তখন কবি সুফিয়া কামাল হলে পাঠচক্র পদে নির্বাচন করি এবং সেখানে হেরে যাই। তবে বিপুল অভিজ্ঞতা অর্জন করি। এরপর আমরা নিজেদের মধ্যে আলোচনা, সংগ্ৰাম করে গেছি কীভাবে ক্যাম্পাসকে নিরাপদ করা যায়। আমার গণরুম, গেস্ট রুমের বিরুদ্ধে লড়াই করে গেছি। আমরা বিশ্বাস রাখি, আমাদের যে কথা তা সাধারণ শিক্ষার্থীদের‌ও চাওয়া। তাদের ভয়েজ হিসেবে কথা বলার জন্য‌ই এই প্যানেল আসা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন