Logo
Logo
×

শিক্ষা

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৭৬ ঘন্টা পর অনশন ভাঙলেন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৬ পিএম

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৭৬ ঘন্টা পর অনশন ভাঙলেন

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিতে টানা ৭৬ ঘণ্টা আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষার্থীদের আট সদস্যের প্রতিনিধি দল অনশনস্থলে ফিরে আসার পর অনশন ভাঙেন তারা।

আজ বুধবার দুপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খানের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, চারজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির ও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয় এবং সমস্যার সমাধানে আগামীকাল বৃহস্পতিবার উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি প্রকাশ করার আশ্বাস দেওয়া হয় প্রতিনিধিদলকে।

বৈঠক শেষ করে ফিরে এসে প্রতিনিধিদল অনশনরত ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিস্তারিত জানিয়ে গত রবিবার দুপুর ১টা থেকে চলা আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন। ৭৬ ঘণ্টা ধরে না খাওয়া ১৫ শিক্ষার্থীকে পানীয় খাবার মুখে দিয়ে অনশন ভাঙান ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন