Logo
Logo
×

শিক্ষা

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এই ঘোষণা দেন।

এর আগে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করলে সরকারের পক্ষ থেকে তা যৌক্তিক বলে ঘোষণা করা হয়। দুপুরে কলেজে পৌঁছে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • নিহতদের নাম-ঠিকানা প্রকাশ
  • আহতদের নির্ভুল তালিকা
  • শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
  • ক্ষতিপূরণ প্রদান
  • ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল
  • প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার

আলোচনা শেষে আসিফ নজরুল জানান, মাইলস্টোন কলেজে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে নিহত, আহত এবং নিখোঁজদের তথ্য হালনাগাদ হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন, ক্ষতিপূরণ ও ট্রমা ব্যবস্থাপনার সহায়তা দেওয়া হবে।

সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর অসদাচরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সেনা কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিষিদ্ধ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বিমানবাহিনীকে।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম সোমবার রাতে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে, যা পরে তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

প্রথমে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে রাতেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের (২২ জুলাই) সব পরীক্ষাও স্থগিত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন