Logo
Logo
×

শিক্ষা

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ

৪৯তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ। দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুলাই) থেকে এ বিসিএসের আবেদন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক পদে নিয়োগ হবে ৩০টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে। এ বিভাগে ৬১টি শূন্যপদ রয়েছে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

এতে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আগামী ২২ আগস্ট পর্যন্ত এ আবেদন চলবে। আবেদন ফরম পূরণের পর ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। সেই হিসেবে ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি পরিশোধ করা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন