
প্রিন্ট: ১২ আগস্ট ২০২৫, ০৫:২৮ এএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০১:৫১ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বৃহস্পতিবারের (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। তবে পূর্বঘোষিত (৩ জুন প্রকাশিত সময়সূচি) রুটিন অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত তারিখ ও সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে।
এরআগে, গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি এবং সমমানের সব পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। এই তিনটি বোর্ড থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।