
প্রিন্ট: ২০ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মধ্যবর্তী স্থানে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণপুর হাজী আব্দুল হালিম আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বরাবরের মতো এবারও শতভাগ পাস সহ উপজেলায় শীর্ষস্হানে অবস্থান করছে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল সারাদেশে একযোগে প্রকাশিত হয়। চলতি বছর মাদ্রাসা বোর্ডে এবং বাঞ্ছারামপুর উপজেলায় মাদরাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও কল্যাণপুর হাজী আব্দুল হালিম আদর্শ দাখিল মাদ্রাসার পরিক্ষায় ২১ ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গৌরব অর্জন করায় পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা সরকার বলেন, এই বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মাদ্রাসার এ সাফল্যে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
মাদ্রাসার সুপার মুফতি মাওলানা শামীমুল ইসলাম বলেন, ইচ্ছা শক্তি, পরিশ্রম ও অধ্যবসায় চালিয়ে গেলে যেকোন অসাধ্যকে সাধন করা সহজ। আজকে যে সব শিক্ষার্থী ভাল ফলাফল উপহার দিয়ে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল। অদূর ভবিষ্যতেও আরও ভাল ফলাফল বয়ে আনবে। বিশ্বায়নের যুগে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীকে আদর্শিক, সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নিয়মিত ক্লাস, সৃজনশীল পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এই ফলাফল সম্ভব হয়েছে।”