
প্রিন্ট: ১৩ আগস্ট ২০২৫, ১০:২৫ এএম
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২০৫ কোটি ৭৬ লাখ টাকার বাজেট অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:৫৭ পিএম

ছবি : সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২০৫ কোটি ৭৬ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
ঘোষিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান থাকবে ১৮৫ কোটি ৭৬ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ২০ কোটি টাকা।
বাজেট বরাদ্দের খাতভিত্তিক বিবরণ:
বেতন-ভাতা ও বিশেষ সুবিধা: ১১১ কোটি ৯০ লাখ টাকা
পণ্য ও সেবা সহায়তা: ৪৫ কোটি ৩৫ লাখ টাকা
পেনশন: ১৫ কোটি টাকা
আইসিটি খাত: ২ কোটি ৫০ লাখ টাকা
প্রাথমিক স্বাস্থ্যসেবা: ২০ কোটি টাকা
অন্যান্য অনুদান ও মূলধন: প্রায় ১১ কোটি টাকা
বিশেষ গুরুত্ব দিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৭৯ লাখ টাকা বেশি।
গবেষণামূলক বরাদ্দ:
শিক্ষকদের জন্য: ৮ কোটি ২০ লাখ টাকা
পিএইচডি গবেষণা: ১ কোটি ৫০ লাখ টাকা
মাস্টার্স প্রোগ্রাম: ৫০ লাখ টাকা
শিক্ষাবৃত্তি: ৬৭ লাখ টাকা
উদ্ভাবনী কার্যক্রম: ৩ লাখ টাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, "চলতি বছরের বাজেট আগের তুলনায় বাড়ানো হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, গবেষণা সক্ষমতা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান, বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে অবকাঠামোগত সংকট দূর হবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে—যার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।