
প্রিন্ট: ১৩ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান ও শহীদ দিবস পালনে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ‘জুলাই শহীদ দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট দিনটিকে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এবং ১৬ জুলাই দিনটিকে “জুলাই শহীদ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী,
৫ আগস্ট দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এবং
১৬ জুলাই দিনটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে নির্দেশনা প্রেরণ করা হয়েছে।