
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০২:৫৭ এএম
এসএসসির ফল প্রকাশ হতে পারে ১৫ জুলাইয়ের মধ্যে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম

ছবি : সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফলাফল প্রকাশের জন্য তিনটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে যাচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “ফল তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। অল্প সময়ের মধ্যেই সম্ভাব্য তারিখগুলোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যে তারিখটি অনুমোদন দেবে, সে দিনই ফল প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, এ বছর পরীক্ষার শেষ দিন ছিল ১৫ মে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৬০ কর্মদিবসের মধ্যেই ফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এই ফলাফল প্রকাশের মাধ্যমে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।