Logo
Logo
×

শিক্ষা

কোটা আন্দোলন

ঢাকার আদালত থেকে জামিন পেলেন ৪১ এইচএসসি পরীক্ষার্থী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:১২ পিএম

ঢাকার আদালত থেকে জামিন পেলেন ৪১ এইচএসসি পরীক্ষার্থী

সিএমএম আদালত। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ৪১ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। 

শুক্রবার (২ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। 

সিএমএম আদালতের বেঞ্চ সহকারী তানভীর রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীদের আইনজীবী সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় করা অন্তত ৩৩টি মামলায় সম্প্রতি গ্রেপ্তার হয়ে ৪১ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে আছেন। এসব শিক্ষার্থীর জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত এই সব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়ায় এই শিক্ষার্থীরা শিগগির কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানান এই আইনজীবী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন