
প্রিন্ট: ১৭ জুলাই ২০২৫, ১১:৪৮ পিএম
সিন্ডিকেট সভা থেকে ডাকসু নির্বাচন দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৬:৫৫ পিএম

ছবি-সংগৃহীত
আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হবে। সভায় ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার দাবিতে আগে থেকেই অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রবিবার (১৫ জুন) দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার আগ পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, ‘কালকের সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা হবে, আমরা জানতে পেরেছি। মিটিং থেকে সিদ্ধান্ত যেন শিক্ষার্থীদের এবং ডাকসুর পক্ষে আসে, সেটাই আমরা চাই। ডাকসুকে বানচাল করার জন্য কোনও ষড়যন্ত্র যেন বাস্তবায়ন হতে না পারে, সেই কারণে আমরা অবস্থান কর্মসূচিতে বসেছি।’