Logo
Logo
×

অর্থনীতি

৫ ইসলামি ব্যাংক একীভূত হচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০১:৩৩ পিএম

৫ ইসলামি ব্যাংক একীভূত হচ্ছে

ছবি- সংগৃহীত

ঈদের ছুটির পর বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে গঠন করা হচ্ছে একটি নতুন বৃহৎ ইসলামি ব্যাংক। নতুন এই ব্যাংকের অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক এবং প্রাথমিক পর্যায়ে মূলধন সরবরাহ করবে সরকার।

ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’ গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক । এর মধ্যে এক্সিম ব্যাংকের মালিকানা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের। অন্য চারটি ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে, যারা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিল।

বাংলাদেশ ব্যাংক বুধবার (৪ জুন) এক বৈঠকে পাঁচ ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও ডেপুটি গভর্নর কবির আহম্মদ।

 প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে

সম্পদ ও দায় নিরীক্ষা: বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচ ব্যাংকের সম্পদের মান নিরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কেউ চাইলে আপত্তি জানাতে পারবে। নিজেকে সবল প্রমাণ করলে তালিকা থেকে বাদ পড়ার সুযোগও থাকবে।

সম্পদ হস্তান্তর: খেলাপি ঋণগুলো সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে হস্তান্তর করা হবে, যাতে নতুন ব্যাংকটির খেলাপি ঋণ ১০%–এর নিচে থাকে।

নতুন ব্যাংকের লাইসেন্স: এরপর নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক। এর মূলধন যোগাবে সরকার এবং উন্নয়ন সহযোগীরা। পরবর্তীতে শেয়ার ছেড়ে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে।

নতুন ব্যাংকের প্রাথমিক কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে অর্থায়ন নিশ্চিত করা। ব্যাংকটি ধাপে ধাপে একীভূত হবে এবং পুরোনো ব্যাংকের গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।যদিও বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করেছে যে, গ্রাহকের লেনদেনে কোনও ব্যাঘাত ঘটবে না এবং অধিকাংশ কর্মকর্তা চাকরিতে বহাল থাকবেন, তবে একীভূতকরণ শেষে জনবল ছাঁটাইও হতে পারে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন