ঢাকার হাটে কোরবানির গরু নিয়ে আসতে শুরু করেছেন বেপারিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:৫০ পিএম
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী কোরবানির পশুর হাটে গরু আনতে শুরু করেছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বেপারিরা। যদিও এখনও হাট আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবুও ভালো জায়গা পাওয়ার আশায় আগেভাগেই হাটের পাশে গরু নিয়ে অবস্থান নিয়েছেন অনেকেই।
শুক্রবার (৩০ মে) রাজধানীর শাহজাহানপুর অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, বাঁশ দিয়ে হাট সাজানোর কাজ চললেও মূল হাটে এখনো গরু ওঠেনি। তবে আশপাশের এলাকায় ট্রাকে করে গরু নিয়ে এসেছেন কুষ্টিয়া, জামালপুরসহ বিভিন্ন জেলার বেপারিরা।
কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা মো. আসলাম বলেন, রাত ২টার দিকে হাটে পৌঁছেছি। ভালো জায়গা পেতে আগেই চলে এসেছি। খরচ বেশি, তাই ঢাকায় ভালো দাম পাওয়ার আশায় এসেছি। তিনি জানান, বর্তমানে গরুর দাম ও চাহিদার মধ্যে বড় ব্যবধান আছে—যে গরুর দাম তিনি আড়াই লাখ টাকা বলছেন, ক্রেতারা দেড় লাখ বলছেন।
আরেক বেপারি মো. খাইরুল হোসেন বলেন, ১০ বছর ধরে এই হাটে গরু আনছি। গরু দূর থেকে আনলে দুর্বল হয়ে পড়ে, তাই আগেভাগে এনে খাপ খাওয়াতে হয়। তিনি জানান, পরিবহন খরচও এবার অনেক বেশি—এক ট্রাক গরু আনতে লেগেছে ৩০ হাজার টাকা।
জামালপুর থেকে আসা বেপারি আবুল কালাম জানান, বড় গরুর চাহিদা কম, তাই ছোট গরু এনেছি। বৃষ্টি হওয়ায় গরু ভিজে যাচ্ছে, এতে সমস্যা হচ্ছে আমাদের জন্যও, গরুর জন্যও।
বেপারিদের ভাষ্য অনুযায়ী, ঈদের দুই-তিন দিন আগে মূল বিক্রি শুরু হবে। তবে পরিবহন, খাদ্য ও বৃষ্টির কারণে এবারের হাটে গরুর সরবরাহ কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।



