
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ০৩:১১ পিএম
লক্ষ্য ছুঁতে ব্যর্থ এনবিআর, রাজস্ব ঘাটতি ছাড়াল ৭১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:৩৪ এএম

ফাইল ছবি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭৬ কোটি টাকায়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করেছিল, তার তুলনায় অর্জন মাত্র ৮০ শতাংশের মতো। প্রবৃদ্ধির হারও খুবই কম—শুধু ৩.২৪ শতাংশ।
এনবিআরের পরিসংখ্যান বলছে, প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৮ হাজার ৭৩২ কোটি টাকা। তবে আদায় হয়েছে মাত্র ২ লাখ ৮৭ হাজার ২৫৬ কোটি টাকা। যদিও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে (তখন আদায় হয়েছিল ২ লাখ ৭৮ হাজার ২৪২ কোটি টাকা), কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়নি কোনো খাতেই।
আয়কর খাতে ১ লাখ ২৭ হাজার ৬৮০ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৯৪ হাজার ৯৩৮ কোটি ৮৪ লাখ টাকা। ঘাটতি ৩২ হাজার ৭৪১ কোটি টাকার বেশি। প্রবৃদ্ধি ৪.৪৫ শতাংশ।
ভ্যাট (মূসক) খাতে আদায় হয়েছে ১ লাখ ১১ হাজার ২০২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা ১ লাখ ২৯ হাজার ৪২২ কোটি টাকার তুলনায় অনেকটাই কম। এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫.৭৯ শতাংশ।
শুল্ক খাতেও একই চিত্র। এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ৬৩০ কোটি ৪৭ লাখ টাকা, আদায় হয়েছে ৮১ হাজার ১১৬ কোটি টাকা। ঘাটতি প্রায় ২০ হাজার কোটি টাকা। বরং এ খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে ১.৩৬ শতাংশ হারে।
একক মাস হিসেবে শুধু এপ্রিলেও লক্ষ্য পূরণ করতে পারেনি এনবিআর। ওই মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৮০ কোটি ৫২ লাখ টাকা, কিন্তু আদায় হয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা— ঘাটতি প্রায় ৫ হাজার ৮১০ কোটি টাকা। তবে আগের বছরের এপ্রিলের তুলনায় (২৮ হাজার ৬৫০ কোটি টাকা) কিছুটা প্রবৃদ্ধি হয়েছে—৭.৪০ শতাংশ।
এদিকে এনবিআরের বিলুপ্তি সংক্রান্ত বিতর্ক, চলমান ১৪ দিনের লাগাতার আন্দোলন এবং সামগ্রিক অর্থনৈতিক সংকট—সব মিলিয়ে অর্থবছর শেষে রাজস্ব ঘাটতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
চলতি অর্থবছরে এনবিআরের জন্য প্রাথমিকভাবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে তা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। তবুও অর্জনের পথ এখনও অনেক দূর।