Logo
Logo
×

অর্থনীতি

এনবিআর বিলুপ্ত, গঠিত হলো ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:১৬ পিএম

এনবিআর বিলুপ্ত, গঠিত হলো ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ বিভাগ

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এর পরিবর্তে দেশের রাজস্ব সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে দুটি নতুন বিভাগ—‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’। সোমবার (১২ মে) মধ্যরাতে একটি অধ্যাদেশ জারি করে এই পরিবর্তনের ঘোষণা দেয়া হয়।

বহুল আলোচিত এই ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’টি জারির ক্ষেত্রে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষিত হয়েছে বলে জানা গেছে।

নতুন কাঠামো অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন বাস্তবায়ন, নীতিমালা প্রণয়ন ও কর আদায়ের পরিবেশ বিশ্লেষণের কাজ করবে। অন্যদিকে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব আদায় কার্যক্রম সরাসরি পরিচালনা করবে।

অধ্যাদেশ অনুযায়ী, প্রশাসনিক দায়িত্ব পালনে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসন ক্যাডারসহ আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখার সুযোগ রাখা হয়েছে। এছাড়া, নতুন আইনে বলা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব বা সিনিয়র সচিব পদে যেকোনো যোগ্য সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিতে পারবে সরকার।

উল্লেখযোগ্যভাবে, কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল এবং আয়কর আপিল ট্রাইব্যুনালকে রাজস্ব নীতি বিভাগের অধীনে আনা হবে, যা থাকবে অর্থ মন্ত্রণালয়ের আওতায়।

এর আগে সরকার এনবিআরকে ভেঙে দুটি বিভাগ গঠনের খসড়া আইনের অনুমোদন দেয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে আয়কর, মূসক, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা ও পরিসংখ্যান, প্রশাসন, অডিট ও হিসাবরক্ষণ এবং আইন সংক্রান্ত কাজে অভিজ্ঞ কর্মকর্তাদের।

সরকারের ভাষ্য অনুযায়ী, বিদ্যমান রাজস্ব কাঠামোর পুনর্গঠনের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতার উন্নয়ন নিশ্চিত করতেই এই দুটি নতুন বিভাগ গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে প্রশাসন ক্যাডারদের নতুন আইনের আওতায় নিয়োগের সুযোগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন এনবিআরের কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন