
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১১:৫২ পিএম
চার দফা দাম বৃদ্ধির পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা বাজুসের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
-680908720c164.jpg)
ছবি : সংগৃহীত
দেশের বাজারে টানা চার দফা দাম বৃদ্ধির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।
বুধবার (২৩ এপ্রিল) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দাম আজ বিকেল ৪টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে।
নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।
তবে রুপার দাম দেশে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৮৪৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ২১ ক্যারেট ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার মূল্য ১ হাজার ৭৫০ টাকা অপরিবর্তিত রয়েছে।