
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৪৪ এএম
ইসলামি ব্যাংকিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকে পৃথক বিভাগ গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পিএম

ছবি : সংগৃহীত
ইসলামি ব্যাংকিং খাতকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক বড় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি স্বতন্ত্র ‘ইসলামি ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি’ বিভাগ চালু করা হয়েছে বলে জানানো হয়েছে মঙ্গলবার (৮ এপ্রিল) জারি করা একটি প্রজ্ঞাপনে।
এ বিভাগের মূল লক্ষ্য থাকবে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের নীতিমালা প্রণয়ন ও কার্যকর তদারকি নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে ইসলামি অর্থনীতির বিশেষজ্ঞদের দাবি ছিল—একটি কেন্দ্রীয় শরিয়াহভিত্তিক তদারকি ব্যবস্থা গড়ে তোলা হোক। যদিও এখনো পূর্ণাঙ্গ কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন হয়নি, তবে নতুন এই বিভাগ ইসলামি ব্যাংকিং কার্যক্রমকে আরও কাঠামোগত ও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের নীতিমালা, নিয়ম-কানুন এবং তদারকি কার্যক্রম এখন থেকে এই নতুন বিভাগের মাধ্যমে পরিচালিত হবে।
এছাড়াও একই প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি নতুন বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ ও মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ।
‘পরিদর্শন পরিপালন বিভাগ’-এর আওতায় এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং শাখাগুলোর পরিদর্শনের পর যে নির্দেশনা দেওয়া হবে, তা বাস্তবায়নের তদারকি এই বিভাগই করবে।
অন্যদিকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’ সক্রিয়ভাবে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এসব নতুন বিভাগ চালুর ফলে দেশের ব্যাংকিং খাতে জবাবদিহি বাড়বে, স্বচ্ছতা নিশ্চিত হবে এবং নীতিনির্ধারণে আরও দক্ষতা আসবে। বিশেষ করে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে এ পদক্ষেপ হবে একটি যুগান্তকারী অগ্রগতি।