
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ১২:২৯ পিএম
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৩০ পিএম

মুহাম্মদ মুনিরুল মওলা
বহিঃনিরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির প্রমাণ মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। রোববার (৬ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, এস আলম গ্রুপের ব্যাংক দখলের পর থেকেই মুনিরুল মওলা ব্যাংকে প্রভাবশালী হয়ে ওঠেন। ২০১৭ সালের ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর থেকেই প্রায় ৯১ হাজার কোটি টাকার অনিয়ম ও অর্থ পাচারের চিত্র উঠে আসে ব্যাংকের নিরীক্ষায়।
এসব অনিয়মে এমডি মুনিরুল মওলার জড়িত থাকার তথ্য ওঠে আসায় পর্ষদ সভায় তার ছুটি কার্যকর করার পাশাপাশি ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে অপসারণে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।
পরবর্তী করণীয় ও নতুন নেতৃত্ব
৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া এ ছুটির সময় ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের পুরনো পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গঠন করা হয় নতুন পর্ষদ, যার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ মাসুদ।
নতুন স্বতন্ত্র পরিচালকরা হলেন:
মোহাম্মদ খুরশীদ ওয়াহাব (বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক)
মো. আব্দুল জলিল (আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক)
ড. এম মাসুদ রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক)
মো. আব্দুস সালাম
এই নতুন বোর্ড ব্যাংকের দুর্নীতি ও অনিয়ম মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।