Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫

কোরিয়ান ইপিজেড পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম

কোরিয়ান ইপিজেড পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি

ছবি- সংগ্রহীত

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫। চার দিনব্যাপী এ আয়োজনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেছেন ৪০টি দেশের বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি প্রতিনিধি দল।

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা জানায়, মূলত, যারা শিগগিরই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের এই সুযোগ করে দেওয়া হয়েছে। এ সফরের মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। চীন, কোরিয়া, জাপানসহ ৪০টি দেশের মোট ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেছেন। 

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এর কার্যক্রম শুরু হয় ১৯৯৫ সালে। প্রথমে দুই দেশের সরকার উদ্যোগ নিলেও কোরিয়ান প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ শিল্পাঞ্চলটি গড়ে তোলে বেসরকারিভাবে। 

ইপিজেড কর্তৃপক্ষ আশা করছে, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের  বিনিয়োগ সম্মেলনে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন