Logo
Logo
×

অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড

ফাইল ছবি

দেশের ব্যাংক খাতে ইতিহাসের সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ২০.২ শতাংশ। এ সময় ব্যাংক খাতের মোট ঋণস্থিতি ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর।  

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের মেয়াদে গোপন থাকা খেলাপি ঋণের সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নেওয়া হলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের হিসাব প্রকাশ্যে আসে।  

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ ২ লাখ কোটি টাকা বেড়েছে।  

গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট ঋণের ১৭ শতাংশ। ফলে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ ৬০ হাজার ৭৮৮ কোটি টাকা বেড়েছে।  

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, "আমাদের কাছে যত নতুন তথ্য আসছে, ততই খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে হবে। যেসব ব্যাংক একীভূত করার প্রয়োজন, সেগুলো একীভূত করা হবে বা নতুন বিনিয়োগকারীদের নিয়ে আসা হবে।"

তিনি আরও জানান, ব্যাংক খাতের সংস্কারের জন্য ব্যাংক কোম্পানি আইন রিভিউ করা হচ্ছে। আইনগত সংস্কার সম্পন্ন হলে ব্যাংক খাত পুনর্গঠন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন