Logo
Logo
×

অর্থনীতি

পাঁচ মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২৬ শতাংশ, ১৮ দিনে এসেছে ১৮৬ কোটি ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

পাঁচ মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২৬ শতাংশ, ১৮ দিনে এসেছে ১৮৬ কোটি ডলার

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আরও গতি এসেছে। চলতি মাসের প্রথম ১৮ দিনে ১৮৬ কোটি বা ১.৮৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ২৬ শতাংশে পৌঁছেছে।

রেমিট্যান্সের পাশাপাশি রফতানি আয়ও ভালো অবস্থানে রয়েছে, যার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ১৯.৯৬ বিলিয়ন ডলার। রফতানি ও রেমিট্যান্সের ইতিবাচক প্রবৃদ্ধির কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে।

এদিকে, আমদানি ব্যয়ের চাপ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থির থাকা ডলারের মূল্য এখন ১২৫ টাকা অতিক্রম করেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে, যার ফলে হুন্ডির ব্যবহার কমেছে। চলতি মাসে অনেক ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৫ টাকা বা এর বেশি মূল্যে রেমিট্যান্সের ডলার কিনছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন