Logo
Logo
×

অর্থনীতি

বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিতে ভারতীয় মন্ত্রীকে কংগ্রেসের চিঠি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:১৯ এএম

বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিতে ভারতীয় মন্ত্রীকে কংগ্রেসের চিঠি

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ভারতের গার্মেন্টস শিল্প সমৃদ্ধ করতে দেশটির অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী দল কংগ্রেস।

দলটি দাবি করেছে, যেহেতু বাংলাদেশে এখন অস্থিরতা চলছে। এটি তাদের জন্য একটি ভালো সুযোগ। এই সময়ের মধ্যে ভারত যেন তাদের গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধির পাশাপাশি এই খাতে আরো কর্ম তৈরি করে। এতে করে তারা লাভবান হবেন। বিশ্বে গার্মেন্টস বা তৈরি পোশাক রপ্তানির দিক দিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

কংগ্রেসের পেশাজীবী ও ব্যবসায়ীদের অঙ্গসংগঠন ‘অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস’-এর প্রধান নেতা প্রবীন চক্রবর্তী চিঠিতে বলেছেন, গত এক দশকে বাংলাদেশ ও ভিয়েতনাম গার্মেন্টস শিল্পে উন্নত হয়েছে। সেখানে ভারত আটকে আছে। তিনি দেশটির একটি সরকারি তথ্য উল্লেখ করে বলেন, ১ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ লাখ ২৫ হাজার সরাসরি এবং অন্যান্য ৫ লাখ কর্ম তৈরি হয়।

প্রবীন চক্রবর্তী ভারতীয় অর্থমন্ত্রীর কাছে দেয়া চিঠিতে বলেছেন, বাংলাদেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। আর খুব সম্ভবত তাদের গার্মেন্টস শিল্প সমৃদ্ধ করার এখনই সবচেয়ে বড় সুযোগ।

তিনি বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান জানিয়েছেন। স্বল্প উন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই দেশগুলোর কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে থাকে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন