Logo
Logo
×

অর্থনীতি

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ২৫১৯ টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:৩২ পিএম

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ২৫১৯ টাকা

ফাইল ছবি

টানা ছয় দফা বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। পরে সেখান থেকে ফের চার দফা বেড়ে গত ২৯ সেপ্টেম্বর কমেছিল সোনার দাম। সেখান থেকে টানা তিন দফায় বাড়ার পর ফের তিন দফা কমল সোনার দাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারে ভালো মান বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) দুই হাজার ৫১৯ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা।

আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামও কমল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ মঙ্গলবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়, যা আগামী বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা বেচাকেনা হয়েছে। যা আগামীকাল বুধবার ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা বেচাকেনা হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আগামীকাল থেকে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯১ হাজার ৪১১ টাকায় বেচাকেনা করা হবে। যেখানে আজ ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৩ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৯৩ হাজার ১৬০ টাকায় বেচাকেনা করা হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন