Logo
Logo
×

অর্থনীতি

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

Icon

অনলাইন প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পিএম

ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্ন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার অবমূল্যায়ন ঘটছেই। সোমবার (২৮ অক্টোবর) ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। প্রভাবশালী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৮৪.০৮৫০ রুপি। ভারতের ইতিহাসে যা সর্বনিম্ন। অর্থাৎ এর আগে কখনো এত কম দর দেখেননি ভারতীয়রা। 

এর আগে গত সপ্তাহে ডলারপ্রতি দর ছিল ৮৪.০৮২৫ রুপি। সেসময় সেটিই ছিল সর্বকালের সর্বনিম্ন। এবার সেটিকেই ছাড়িয়ে গেলো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। গত জুলাইয়ের শেষদিকের পর যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত এই কারণেই ভারতীয় রুপির পতন ঘটেছে।

আলোচিত দিনে ডলার সূচক ১০৪ দশমিক ৫০ ছাড়িয়ে গেছে। ফলে বেশিরভাগ এশীয় মুদ্রার মানও কমে গেছে। সেই তালিকায় রয়েছে ভারতীয় রুপি।

ধারণা করা হচ্ছে, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে। এছাড়া আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারে ডোনাল্ড ট্রাম্প। ফলে ইউএস ডলার এবং বন্ড ইল্ড ঊধ্র্বগামী হয়েছে। এশিয়ার বিভিন্ন মুদ্রার অবনমনের অন্যতম কারণও এটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন