Logo
Logo
×

অর্থনীতি

দুই দিনে ভরিতে ৩০ হাজারের বেশি কমল সোনার দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

দুই দিনে ভরিতে ৩০ হাজারের বেশি কমল সোনার দাম

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎই বড় ধাক্কা খেল দেশের স্বর্ণবাজার। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।

দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বশেষ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে এই বড় সমন্বয় করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে দাম হ্রাস পেয়েছে। তবে মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতনের কথাই উল্লেখ করেছেন বাজারসংশ্লিষ্টরা।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলারে, যা আগের দিন ছিল ৫ হাজার ২০০ ডলার। এর আগের দিন বৃহস্পতিবার এই দাম ছাড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলার।

সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার দামের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড উল্লম্ফন দেখা যায়। বৃহস্পতিবার সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়ে ভালো মানের সোনার দাম দাঁড় করায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে বাজুস ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা দাম কমানোর ঘোষণা দেয়। ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়। ওই দাম শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন