Logo
Logo
×

অর্থনীতি

ভরিতে ১৪ টাকা কমল সোনার দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

ভরিতে ১৪ টাকা কমল সোনার দাম

টানা পাঁচ দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে দুই লাখ ৭১ হাজার টাকায়।

এর আগে গতকাল দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে উঠে ভরিতে সোনার মূল্য দাঁড়িয়েছিল দুই লাখ ৮৬ হাজার টাকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার মূল্য হ্রাস করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও আজ সোনার দরপতন দেখা গেছে। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৫ হাজার ২০০ ডলারে। গতকাল এই দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

দেশীয় বাজারে নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের দাম দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৭ হাজার ৪০৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন