মোবাইল ফোন আমদানিতে শুল্ক ৬০ শতাংশ কমাল এনবিআর
নিজস্ব প্রতিবেক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান শুল্কের হার ৬০ শতাংশ হ্রাস পেল।
একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে এসব উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ৫০ শতাংশ কমেছে।
এনবিআর জানায়, দুটি প্রজ্ঞাপন কার্যকর হওয়ার ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।
এনবিআরের মতে, মোবাইল ফোন ও সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।



