ব্যাংকের ঋণের উচ্চ সুদের হার চট করে কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে ঋণের সুদের হার হঠাৎ কমিয়ে আনা খুব সহজ কাজ নয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, সুদের হঠাৎ কমানো অর্থনীতিতে অন্যদিকে চাপ সৃষ্টি করতে পারে। তাই এক ধরনের কনসিস্টেন্সি বজায় রাখা জরুরি।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হার বাড়ানো হলেও দীর্ঘদিন ছয়-নয়ের সুদের হার বাজারভিত্তিক না হওয়ায় ঋণের সুদের হার ১৪-১৫ শতাংশে পৌঁছেছে। এতে বিনিয়োগের প্রবণতা কমে গেছে। তবে ট্রেজারি বিল ও গভর্নমেন্ট বরোয়িংয়ের প্রভাব ব্যাংকিং সেক্টরের ওপরও পড়ে, তাই সুদের হঠাৎ পরিবর্তন সহজ নয়।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ইনফ্লেশন কেবল মনিটারি নীতি বা ব্যাংক রেট বাড়িয়ে নিয়ন্ত্রণ করা যায় না; সাপ্লাই এবং রাজনৈতিক বিষয়ও এতে ভূমিকা রাখে। বাজারের স্থিতিশীলতা ও প্রফিট নিয়ন্ত্রণের জন্য সকল অংশীদারের সমন্বয় প্রয়োজন।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউন্স ডিভিশনের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার উপস্থিত ছিলেন।
২০১৬ সাল থেকে শিক্ষাবিষয়ক সাপ্তাহিক পত্রিকা শিক্ষাবিচিত্রার উদ্যোগে 'ব্যাংকিং অ্যালমানাক' প্রকাশিত হয়ে আসছে। এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম, সেবা এবং অর্থনৈতিক তথ্যের সুসংগঠিত বার্ষিক হালনাগাদ হিসাবে গবেষক, পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ হিসেবে বিবেচিত।



