ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দাম বুধবার (৭ জানুয়ারি) কমেছে, যা শক্তিশালী ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির প্রভাবে ঘটেছে। স্পট স্বর্ণ ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬১.৫১ ডলারে নেমে আসে। সেশনের শুরুর দিকে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে উঠলেও পরে দাম কমে যায়।
এর আগে ২৬ ডিসেম্বর স্বর্ণ রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭১.৩০ ডলারে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের প্রথমে অস্থির লেনদেনের পর বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন এবং বিশেষ করে ভেনেজুয়েলার পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করছেন। নেমো-মানি’র প্রধান বাজার বিশ্লেষক জেমি দুত্তা বলেছেন, পরিস্থিতি এখনও অস্থির থাকার কারণে স্বল্পমেয়াদি মুনাফা গ্রহণ স্বাভাবিক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৬ জানুয়ারি) ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্রের অবরোধে আটকে থাকা ভেনেজুয়েলার ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা নেয়া হয়েছে। এই সিদ্ধান্তে ওয়াশিংটন ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে সমন্বয়ের ইঙ্গিত মিলেছে, যা বাজারে প্রভাব ফেলেছে।
এদিকে, ডলার দুই সপ্তাহের বেশি সময় ধরে উচ্চ অবস্থানে থাকার কারণে স্বর্ণসহ ডলারে মূল্য নির্ধারিত ধাতু কিনতে খরচ বেড়েছে। ফেডারেল রিজার্ভের গভর্নর স্টিফেন মিরান এ বছর সুদহার কমানোর প্রয়োজনীয়তার কথা বললেও, রিচমন্ড ফেডের প্রেসিডেন্ট থমাস বারকিন তথ্যভিত্তিক সূক্ষ্ম সিদ্ধান্তের ওপর জোর দিয়েছেন। বাজারে এ বছর দুই দফা সুদহার কমানোর সম্ভাবনা রয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৯.৪০ ডলারে নেমেছে। প্লাটিনাম ৬ শতাংশ কমে ২ হাজার ২৯৭.৫৬ ডলারে এবং প্যালাডিয়াম ৪.৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৪০.১২ ডলারে লেনদেন হচ্ছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র- রয়টার্স



