Logo
Logo
×

অর্থনীতি

ভোজ্যতেলের দাম এককভাবে বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: বাণিজ্য উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

ভোজ্যতেলের দাম এককভাবে বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ভোজ্যতেলের দাম এককভাবে বাড়ানোর ঘটনায় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি ব্যবসায়ীরা শাস্তিযোগ্য কোনো অপরাধ করে থাকেন, আমরা দৃশ্যমান ব্যবস্থা নেব। আমাদের হাতে যে সকল আইনসঙ্গত পদক্ষেপের সুযোগ আছে, তা প্রয়োগ করা হবে।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার তা জানত না। এর আগে যখন তারা দাম বাড়িয়েছিল, সরকার তা মেনে নেয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। বর্তমানে প্রায় আড়াই মাস আগের দামে তেল বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা করা হবে।

ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, “নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণের পরিধি ও কার্যকারিতা আমাদের পদক্ষেপের মাধ্যমে বোঝা যাবে।”

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়েছে, যা আইনের পরিপন্থি। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বাজার মনিটরিং আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটারে দাম বেড়েছে ৯ টাকা। নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। এছাড়া বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা, যা আগের ১৮৯ টাকার তুলনায় বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন