Logo
Logo
×

অর্থনীতি

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি-ডিএমডিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি-ডিএমডিসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের ৪ মামলা

ছবি : সংগৃহীত

সোর্স ট্যাক্স, ব্যাংক হিসাবের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৩৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিমসহ চারজনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩০ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আজিজুল হক বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

প্রথম মামলায় সাবেক এমডি ফরমান আর চৌধুরী ও ডিএমডি মোহাম্মদ নাদিমের বিরুদ্ধে নিয়োগপত্রের শর্ত ভঙ্গ করে মূল বেতনের অতিরিক্ত সাত ধাপে ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় একই দুই কর্মকর্তা ব্যাংকের জেনারেল লেজার (জিএল) হিসাব থেকে বিভিন্ন ভাউচারের মাধ্যমে ৮৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

তৃতীয় মামলায় এজেন্ট ব্যাংকিং কমিশনের উপর আরোপিত সোর্স ট্যাক্স সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩৬ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ মামলার আসামি ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিম ছাড়াও সাবেক ডিএমডি মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং আবেদ আহাম্মদ খান।

চতুর্থ মামলায় ফরমান আর চৌধুরী ও মোহাম্মদ নাদিমের বিরুদ্ধে নিজ প্রাপ্যতার অতিরিক্ত বোনাস বাবদ ৫৩ লাখ ৮০ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন