ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (২৪ নভেম্বর) ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশার ভিত্তিতে স্বর্ণের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট স্বর্ণের দাম ১.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলার। ডিসেম্বর মাসের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে স্থির হয়েছে।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক জানিয়েছেন, বাজারে বিশ্বাস তৈরি হচ্ছে যে ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামসও বলেছেন, নিকট ভবিষ্যতে সুদের হার কমানো সম্ভব, যা মুদ্রাস্ফীতির লক্ষ্যকে ব্যাহত করবে না বরং কর্মসংস্থান বাজারে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
সোমবার সিএমই ফেডওয়াচ টুল জানিয়েছে, সেপ্টেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। বিশ্লেষকরা মনে করছেন, মুদ্রাস্ফীতি তেমন উচ্চ না থাকায় স্বর্ণের দাম আরও বাড়তে পারে।
স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সুদ কমানোর বিতর্ক এবং ইউক্রেন সম্পর্কিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তবে দাম আপাতত ৪ হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫০ দশমিক ৮৪ ডলার হয়েছে। প্লাটিনামের দামও ২.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ১ হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলার।



