Logo
Logo
×

অর্থনীতি

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

মার্কিন ডলারের মান বৃদ্ধি এবং সুদের হার কমানো–বাড়ানো নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমেছে। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও পতন হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫ দশমিক ৫৮ ডলার। আর ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪২ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক জিগার ত্রিবেদী জানিয়েছেন, ডলারের মান বর্তমানে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ডলার সূচক যদি ১০০-এর ওপরে থাকে, তবে স্বর্ণের দাম আরও কমতে পারে, কারণ ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে যায়।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী মাসে ফেড সুদের হার কমাতে পারে—এমন সম্ভাবনা আগের ৭৪ শতাংশ থেকে কমে সোমবার দাঁড়িয়েছে ৬৯ শতাংশে।

ফেড কর্মকর্তাদের মন্তব্যেও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস সুদ কমানোর সম্ভাবনা বাড়ালেও, ডালাস ফেডের লরি লোগান বর্তমান হার কিছুদিন স্থির রাখার পক্ষে মত দিয়েছেন। শিকাগো ও ক্লিভল্যান্ড ফেডের প্রধানরা সতর্ক করেছেন, এখনই সুদ কমানো হলে অর্থনৈতিক ঝুঁকি বাড়তে পারে।

বিশ্লেষক জিগার ত্রিবেদীর মতে, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন না এলেও সামান্য পতন অব্যাহত থাকতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন