Logo
Logo
×

অর্থনীতি

রেকর্ড দামে স্বর্ণ, ভরিতে আরও ৫,২৪৮ টাকা বাড়াল বাজুস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

রেকর্ড দামে স্বর্ণ, ভরিতে আরও ৫,২৪৮ টাকা বাড়াল বাজুস

দেশের বাজারে আবারও বড় ধরনের বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারের অস্থিরতা বিবেচনায় ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়।

নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের এক ভরির দাম উঠেছে ২ লাখ ১৩ হাজার ৮৩৪ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের এক ভরির দাম ২ লাখ ৩ হাজার ৯০৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৫৫ টাকা।

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই সব ক্যারেটের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রূপার গ্রামপ্রতি মূল্য ৩৬৪ টাকা, ২১ ক্যারেট ৩৪৭ টাকা, ১৮ ক্যারেট ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই দাম বহাল থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি অতিরিক্ত পরিবর্তিত হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, তা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন