Logo
Logo
×

অর্থনীতি

চট্টগ্রাম-করাচি রুটে প্রথমবার সরাসরি জাহাজ চলাচল শুরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

চট্টগ্রাম-করাচি রুটে প্রথমবার সরাসরি জাহাজ চলাচল শুরু

বাংলাদেশের চট্টগ্রাম ও পাকিস্তানের করাচি বন্দরের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে।

গত শুক্রবার (৭ নভেম্বর) পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে জানিয়েছেন, চট্টগ্রাম-করাচি সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ার ফলে এখন পণ্য পৌঁছাতে সময় ২৩ দিনের পরিবর্তে মাত্র ১০ দিন লাগছে। এতে লজিস্টিক ব্যবস্থার দক্ষতা বেড়েছে এবং পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ইসহাক দার জানান, বাংলাদেশ ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বন্দরগুলোতে শতভাগ পরিদর্শনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। তিনি এই সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ‘যুগান্তকারী অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, এতে আস্থা বৃদ্ধি পাবে এবং কাস্টমস জটিলতা কমে যাওয়ায় পাকিস্তানের রপ্তানি পণ্য বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে।

এছাড়া ২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় পাকিস্তান ইতোমধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করেছে এবং আরও ২ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে।

লিখিত প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুই শতাধিক কোম্পানি অংশ নেয়, যা বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রস্তুতিও চলছে। ইসহাক দার জানান, বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থাকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। সময়সূচি ও লজিস্টিক বিষয় চূড়ান্ত হওয়ার পর ফ্লাইট চালু হলে ব্যবসা ও পর্যটন খাতে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন