Logo
Logo
×

অর্থনীতি

একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জারি করা এক নোটিশে ডিএসই জানিয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

লেনদেন স্থগিতের কারণ হিসেবে ডিএসই জানায়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে এ অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিচালিত হবে।

ডিএসইর নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে যে ব্যাংকগুলো ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পরিচালিত হবে। একইসঙ্গে আরেকটি চিঠির মাধ্যমে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদও বিলুপ্ত করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে তাদের শেয়ারের ভ্যালু শূন্য হিসেবে বিবেচিত হবে এবং কাউকেই কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর একীভূতকরণের এই প্রক্রিয়া দেশের ব্যাংকিং খাতের পুনর্গঠনে বড় ধরনের প্রভাব ফেলবে, তবে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন