দুই দিন পতনের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উত্থান
অসলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এএম
দুই দিন টানা দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক সময় বিকাল ৫টা ৪৮ মিনিটে স্পট গোল্ডের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৩২ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
এছাড়া, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ১৪৫ দশমিক ৬০ ডলারে।
এর আগে, গত সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়। তবে পরের দুই দিন ধারাবাহিক পতনে মঙ্গলবার একদিনেই প্রায় পাঁচ শতাংশ দাম কমে যায়—যা ছিল গত পাঁচ বছরে এক দিনে সবচেয়ে বড় দরপতন।
বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক বাড়িয়েছে। বাজার এখন অপেক্ষা করছে শুক্রবার প্রকাশিতব্য মার্কিন মুদ্রাস্ফীতির (সিপিআই) তথ্যের জন্য, যা ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই উত্থানের পেছনে রয়েছে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনীতির মন্থর গতি, সুদের হার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয়।
বিশ্লেষকরা ধারণা করছেন, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মূল মুদ্রাস্ফীতি ৩ দশমিক ১ শতাংশে স্থির থাকতে পারে। ফেড সম্ভবত ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমানোর প্রস্তুতি নিচ্ছে এবং ডিসেম্বরেও আরেক দফা কমানোর সম্ভাবনা রয়েছে। সাধারণত সুদের হার কমলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ে।
জেপি মরগানের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শেষ প্রান্তিকে স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫৫ ডলারে পৌঁছাতে পারে।
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৯ দশমিক ০৭ ডলার, প্লাটিনাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬২৯ দশমিক ৪৪ ডলার, আর প্যালাডিয়াম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৫৩ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।



