Logo
Logo
×

অর্থনীতি

শীঘ্রই শরিয়াহভিত্তিক সুদমুক্ত নৈতিক ব্যাংকিংয়ের নতুন অধ্যায়

Icon

শামসুল আলম সেতু

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম

শীঘ্রই শরিয়াহভিত্তিক সুদমুক্ত নৈতিক ব্যাংকিংয়ের নতুন অধ্যায়

ইসলামী শরিয়াহভিত্তিক সম্পূর্ণ সুদমুক্ত নৈতিক ব্যাংকিংয়ের নতুন অধ্যায়ে এমন একটি শরিয়াহভিত্তিক ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ স্মার্ট সিস্টেম তৈরি হচ্ছে যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব।

ব্যাংকটির মূল লক্ষ্য হচ্ছে- নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা। গ্রাহকরা সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন। এ ব্যাংকটি নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। যে ব্যাংকে গ্রাহকরা কোনো সার্ভিস চার্জ ছাড়াই পাবেন সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স লিমিটেড ইসলামী শরিয়াহভিত্তিক ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ চালুর উদ্যোগ নিয়েছে। সম্পূর্ণ সুদমুক্ত এ ব্যাংকটি হবে নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিং ব্যবস্থার প্রতীক। গ্রাহক সার্ভিস চার্জ ছাড়াই পাবেন সব ধরণের ডিজিটাল ব্যাংকিং সেবা।

আগামী ২ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকে সনদের জন্য আবেদন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অনুমোদন মিললেই দ্রুত কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

২৩ অক্টোবর রাজধানীর গুলশানে আকিজ হাউজে আয়োজিত ‘আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) শেখ জসিম উদ্দিন।

শেখ জসিম উদ্দিন বলেন, আকিজ রিসোর্স বিশ্বাস করে, ব্যাংকিং শুধু লেনদেন নয়; এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। আমাদের ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক গড়তে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।”

প্রতিষ্ঠানটির চীফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আমরা এমন এক ডিজিটাল ব্যাংক তৈরি করতে চাই, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রযুক্তির সহায়তায় দেশের প্রতিটি নাগরিক যেন ব্যাংকিংয়ের আওতায় আসে-সেটিই আমাদের লক্ষ্য।”

চীফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি টিম ইতোমধ্যে ভবিষ্যতের ব্যাংকিং অবকাঠামো তৈরি করছে।

তিনি বলেন, আমরা এমন একটি স্মার্ট সিস্টেম তৈরি করছি, যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব। ব্যাংকের দরজায় না গিয়েও গ্রাহকরা তাদের সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ শুধু একটি ব্যাংক নয়, বরং একটি সম্পূর্ণ ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা করছে আকিজ রিসোর্স। এটি মানুষ, ব্যবসা ও সমাজকে নিরাপদ প্রযুক্তির মাধ্যমে একত্রে যুক্ত করবে।

গ্রামীণ উদ্যোক্তা থেকে শুরু করে শহুরে পেশাজীবী সবাই যেন এই ব্যাংকিং সেবার আওতায় আসতে পারেন, সেটিই আকিজের লক্ষ্য। বিদেশি অংশীদার ও উন্নত সফটওয়্যার প্রযুক্তি যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

আকিজের পক্ষ থেকে বলা হয়, সময় বাড়ানো হলে বিদেশি উদ্যোক্তাদের যুক্ত করা আরও সহজ হবে। আমরা এমন সফটওয়্যার ব্যবহার করব, যা বর্তমানে বিশ্বের সেরা ডিজিটাল ব্যাংকগুলো ব্যবহার করছে।”

ইসলামী ফাইন্যান্স খাতে এই উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চীফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আই-বি এস লিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদ বিন রশিদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন