Logo
Logo
×

অর্থনীতি

তৃতীয় এয়ারবাস ইউএস-বাংলার বহরে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

তৃতীয় এয়ারবাস ইউএস-বাংলার বহরে

দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও একটি এয়ারবাস।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকর্তারা এয়ারবাস এ ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজটি গ্রহণ করেন। এ নিয়ে এয়ারলাইন্সটিতে ওই কোম্পানির ৩টি উড়োজাহাজ যুক্ত হলো।

ইউএস-বাংলার কর্মকর্তারা বলছেন, ইউএস-বাংলার বহরে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। এয়ারক্রাফটের সংখ্যার বিচারে বেসরকারি এই এয়ারলাইন্স দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্সে রূপ নিল।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, স্পেনের ট্যুরেল থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া বৃহদাকার এই উড়োজাহাজে আসনসংখ্য ৪৩৬।

তিনি বলেন, যাত্রী সেবার কথা বিবেচনা করে নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে চালানোর পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবী, জেদ্দা, রিয়াদ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালিয়ে আসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন