Logo
Logo
×

অর্থনীতি

সূচকের উত্থান পুঁজিবাজারে, তবে-

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

সূচকের উত্থান পুঁজিবাজারে, তবে-

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেখানে মোট ৩০০ কোম্পানির দর বেড়েছে। তবে টাকার অংকে লেনদেন আরও কমে তলানিতে ঠেকেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, সোমবার (২০ অক্টোবর) সকালে আগের দিনের ধারাবাহিকতায় সূচকের নেতিবাচক প্রভাবে লেনদেন শুরু হয়। সূচকের ওঠানামার পর দুপুর ১২টার দিকে সূচক বাড়তে থাকে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৭ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১১ পয়েন্টে।

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১০৮১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসই-তে ৩৯৪ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা।

ডিএসই’র লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০টি কোম্পানির, অন্যদিকে ৫৩টি কোম্পানির দর কমেছে। এছাড়া ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে সিএসই-তে সোমবার ১৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৩ পয়েন্টে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন