পূবাল ব্যাংক বুয়েটকে দুই বাস উপহার দিয়েছে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
ছবি-যুগের চিন্তা
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দু’টি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে এসব বাস উপহার দেয়।
সোমবার পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বুয়েটের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের নিকট আনুষ্ঠানিকভাবে এসব বাসের চাবি হস্তান্তর করেন।
বুয়েট ক্যাম্পাসে আয়োজিত বাস হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান, শাহবাগ এভিনিউ শাখার উপ মহাব্যবস্থাপক মোসা মাসুমা খাতুন, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ড. এন এম গোলাম জাকারিয়া, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এ কে এম মাসুদ, পরিচালক (DAERS) প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হাসান মামুন প্রমুখ।



