Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে রেকর্ড ৪,১০০ ডলার সোনা, বাংলাদেশে ভরি ছাড়াল ২ লাখ ১৪ হাজার টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৭ পিএম

বিশ্ববাজারে রেকর্ড ৪,১০০ ডলার সোনা, বাংলাদেশে ভরি ছাড়াল ২ লাখ ১৪ হাজার টাকা

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনায় মূল্যবান ধাতুর বাজারে তীব্র উত্থান দেখা দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছুঁয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও—ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, নতুন দামে প্রতি ভরিতে ৪ হাজার ৬১৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ৮ অক্টোবর ভরিপ্রতি ৬ হাজার ৯০৫ টাকা বাড়ানো হয়েছিল। ফলে চলতি মাসের মাত্র ১৩ দিনে পাঁচ দফায় ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৮ হাজার ৩৩৪ টাকা।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্লু লাইন ফিউচারসের প্রধান কৌশলবিদ ফিলিপ স্ট্রাইবেল বলেন, সোনার এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে এবং ২০২৬ সালের শেষ নাগাদ দাম ৫ হাজার ডলার ছাড়াতে পারে। একই পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা ও সোশিয়েতে জেনারেল। বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধিই বাজারকে চাঙা করছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ অক্টোবর মাসে ০.২৫ শতাংশ সুদহার কমাতে পারে—এমন সম্ভাবনা এখন ৯৭ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। যেহেতু সোনা সুদবিহীন সম্পদ, তাই সুদহার কমলে এর দাম সাধারণত বেড়ে যায়।

সোনার পাশাপাশি রুপার বাজারেও রেকর্ড তৈরি হয়েছে। ব্লুমবার্গ-এর প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে প্রতি আউন্স রুপার দাম ৫২ দশমিক ৫০ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ। লন্ডনে তারল্য সংকট ও ভারতের চাহিদা বৃদ্ধির কারণে রুপার সরবরাহ কমে যাওয়ায় এই উত্থান ঘটেছে।

সেপ্টেম্বরে সিলভার ইটিএফ-এ রেকর্ড ৫ হাজার ৩৪১ দশমিক ৬৭ কোটি রুপির নিট প্রবাহ হয়েছে। উৎসব মৌসুমে গয়না ও রুপার পণ্যের চাহিদা বেড়ে যাওয়াও বাজারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন