Logo
Logo
×

অর্থনীতি

কক্সবাজারে আকিজ বেকার্সের সেলস কনফারেন্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১২ পিএম

কক্সবাজারে আকিজ বেকার্সের সেলস কনফারেন্স

আকিজ বেকার্স লিমিটেড ২০২৫ সালের বার্ষিক সেলস্ কনফারেন্স “Carnival of Superheroes 2025” সফলভাবে আয়োজন করেছে সমুদ্র নগরী কক্সবাজারে।

অদম্য আমরা একসাথে”এই অনুপ্রেরণামূলক মূল ভাবনা নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সটি সমৃদ্ধ করেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন, সেলস্ ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী, এ্যাডভাইজার ডা. মো. আশরাফুল বারী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সেলস্ ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী বলেন,আমাদের শক্তির মূল উৎস আমাদের সেলস্ ফোর্স। এই সেলস্ ফোর্সের কারণেই আমরা ইতোমধ্যে অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছি, আর এটি কেবল শুরু মাত্র। ভিশন ২০৩০-এর আওতায় আমরা আমাদের জনবল সম্প্রসারণ, প্রশিক্ষণ, উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে ইন-হাউস এমপ্লয়িদের প্রোমোশনে প্রাধান্য প্রদান ,আধুনিক ERP সিস্টেমের মাধ্যমে সেলস্ মনিটরিং, মার্কেট কাভারেজ ও LPC বৃদ্ধি করে এবং ব্রান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানকে কাজে লাগিয়ে আমরা আকিজ বেকার্স লিমিটেড- কে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাই।

আকিজ বেকার্স লিমিটেড-এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,আমাদের এই সাফল্য ,আমাদের ঐক্য, নিষ্ঠা ও অবিরাম পরিশ্রমের প্রতীক। আকিজ বেকার্স লিমিটেড বরাবরের মতোই ভোক্তাদের জন্য মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহের কারণে সুপরিচিত এবং তা অক্ষুন্ন রাখতে অঙ্গীকারবদ্ধ। এই কারণেই আজ গ্রাহকরা বলেন, আকিজ বেকার্স লিমিটেড এর পণ্য সবার থেকে আলাদা। সূত্র-প্রেস রিলিজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন