সোনার দামে নতুন ইতিহাস, প্রতি ভরি ২ লাখ ৭২৬ টাকা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম, যা এ পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দামের ঘোষণা দিয়ে জানিয়েছে, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা।
দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক ভরি সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।
সোমবার (৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



