Logo
Logo
×

অর্থনীতি

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চোরাচালান বন্ধ চায় তিন সংগঠন

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চোরাচালান বন্ধ চায় তিন সংগঠন

চবি-যুগের চিন্তা

সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরে গড়ে উঠেছে একটি চোরাকারবারি সিন্ডিকেট। আমদানি পণ্যের আড়ালে এ সিন্ডিকেটের চোরাচালান বন্ধের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের তিনটি ব্যবসায় সংগঠন।

মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ও সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

তারা বলেন, এ বন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। আমদানি করা পণ্যের ওপর সরকার প্রতি বছর প্রায় এক হাজার দুইশত কোটি টাকা আদায় করে থাকে রাজস্ব। দেশের বিভিন্ন প্রান্তের আমদানি-রপ্তানিকারকসহ জেলার আমদানি-রপ্তানিকারকরা এখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। কিন্তু সীমান্তের দুইপাশের সোনামসজিদ স্থলবন্দর ও মহদিপুর স্থলবন্দরে একটি সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট। এই সিন্ডিকেট বৈধ পথ অবলম্বন করে ভারতীয় ট্রাকচালকদের যোগসাজশে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকের ভেতর মোবাইল ফোন ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য আনে।

গত ২৪ সেপ্টেম্বর বিকালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাথরবোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, বৈধপথে অবৈধ মালামাল প্রবেশ করায় আমদানিকারকসহ বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। অবিলম্বে এসব অবৈধ চোরাচালান সিন্ডিকেট ভেঙে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিজিবি ও কাস্টমসসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন