Logo
Logo
×

অর্থনীতি

সারের ক্রয়মূল্য কিছুটা কমছে, আতপ চাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

সারের ক্রয়মূল্য কিছুটা কমছে, আতপ চাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সারের ক্রয়মূল্য কিছুটা কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চালের মজুত থাকলেও পার্শ্ববর্তী দেশ হঠাৎ চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জানালে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে। সবজির দাম মৌসুমভিত্তিক ওঠানামা করে। বাজার ব্যবস্থাপনায় এখনও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলে স্বীকার করেন তিনি।

অর্থ পাচার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, পাচারকারীরা অত্যন্ত চতুর, তাই অর্থ ফেরত আনতে সময় লাগছে। ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে এবং বিভিন্ন লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। বাকিটা ফেরত আনতে অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিচ্ছে, যা নতুন সরকারকে অব্যাহত রাখতে হবে।

তিনি আরও জানান, অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং কোন কোন দেশে তাদের অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে, সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নিতে কিছু সময় প্রয়োজন।

এক উপদেষ্টার মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব প্রকল্প অনেক আগেই পরিকল্পিত, বর্তমান ১৪ মাসে নয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন